গত পর্বে হ্যাশ কি এবং হ্যাশ চেনার উপায় নিয়ে বিস্তারিত লিখেছিলাম । গর্ত পর্বে বলেছিলাম জটিল Cryptographic Hash Algorithms এর হ্যাশ গুলো ক্র্যাক করা প্রায় অসম্ভব। অনলাইন হ্যাশ ক্র্যাকিং সাইট গুলো হ্যাশকে ক্র্যাক করে না বরং তারা ডাটাবেজ এ সংগ্রহিত হ্যাশকেই প্রদর্শন করে । আজকে আমরা এমন কিছু অনলাইন সাইটের সাথে পরিচিত হবো যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে হ্যাশ এর থেকে প্লেন টেক্সট কিনবা অরিজিনাল টেক্সট বের করতে সক্ষম ।
সাইট ১: হ্যাশকিলার
আমি এই সাইট টি সবচাইতে বেশী ব্যবহার করি কারন এটি অল্প সময়ে নির্ভুলভাবে হ্যাশ এর ভ্যালু বের করতে পারে । এদের ডাটাবেজও অনেক বড় প্র্রায় 43.745 billion ইউনিক MD5 hash এর ভ্যালু সংগ্রহিত আছে । এটি দুনিয়ার সবচাইতে বড় ডাটাবেজ যা ২০০৭ সাল থেকে হ্যাশ এর সার্ভিস প্রদান করে আসছে । এটি সম্পূর্ন ফ্রি ।
এছাড়াও আরো অনেক সাইট পাবেন : এই লিংক এ
সাইট ১: হ্যাশকিলার
আমি এই সাইট টি সবচাইতে বেশী ব্যবহার করি কারন এটি অল্প সময়ে নির্ভুলভাবে হ্যাশ এর ভ্যালু বের করতে পারে । এদের ডাটাবেজও অনেক বড় প্র্রায় 43.745 billion ইউনিক MD5 hash এর ভ্যালু সংগ্রহিত আছে । এটি দুনিয়ার সবচাইতে বড় ডাটাবেজ যা ২০০৭ সাল থেকে হ্যাশ এর সার্ভিস প্রদান করে আসছে । এটি সম্পূর্ন ফ্রি ।
সাইট ২ : md5 অনলাইন
এছাড়াও আরো কিছু সাইট:
এছাড়াও আরো অনেক সাইট পাবেন : এই লিংক এ
সাইট ৩: গুগল.কম
আপনি যে হ্যাশ টা ক্র্যাক করতে চান তা লিখে গুগলে সার্চ দিন পাইলেও পাইতে পারেন ;) :D
আপনি যে ধরনের হ্যাশ ক্র্যাক করতে চাচ্ছেন সে ধরনের অনলাইন ক্র্যাকার ব্যবহার করবেন । আর ক্র্যাকার বের করতে নিচের নিয়ম অনুসরন করবেন :
md5 cracker এর জন্য গুগলে সার্চ দিন: md5 online cracker
sha1 cracker এর জন্য গুগলে সার্চ দিন: sha1 online cracker
এরপর রেজাল্টগুলোতে যে সাইট গুলো পাবেন তাতে প্রবেশ করে বক্সে হ্যাশ দিয়ে ক্যাপচা দিয়ে decrypt করবেন ।
এছাড়া্ও আরো একটি পদ্ধতি আছে তা হলো ব্রাউট ফর্স (Brute force) করা কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই সাধারন ক্ষেত্রে না করাই ভালো ।
0 comments:
Post a Comment