ওয়েব সাইট হ্যাকিং বেসিক : ডিফেস মিরর পেজ ( একদম নতুনদের জন্য )




ছোট বেলায় যখন abcd পড়তাম তখনকার কথা মনে পড়ে গেল হঠাৎ :D মিরর টা কি ? ইংরেজী শব্দ মিরর ( Mirror ) এর মানে আয়না । হ্যাকিং এ ও এর মিনিং একই রকমই । হ্যাকিং এর ভাষায় মিরর হল ওয়েব সাইট হ্যাক করার পরে তার প্রমান স্বরুপ মিউজিয়াম এ আয়না করে রাখা :P । হাহা :D বিস্তারিতভাবে বলি, প্রথমে এই লিংকটা দেখুন

http://banglalinkltd.com

যারা দেখেছেন তারা ঠিকই বুঝতে পারছেন সাইটটা আমি হ্যাক করেছি ! কিন্তু আজ বাদ এ কাল যখন সাইট এর এডমিন জানতে পারবে তখন সে এই ডিফেস পেজটা ডিলেট করে দিবে তখন কেউ যদি এই সাইট এর লিংকটাতে ক্লিক করে তখন সে আর ডিফেস পেজ দেখতে পারবে না ফলে কি হবে? সে আমাকে মিথ্যুক ভাববে ! আমি যে সাইট টা হ্যাক করেছিলাম তার প্রমান দেখতে চাইবে । আর তখন প্রমান স্বরুপ আমি তাকে ডিফেস এর মিরর দেখাতে পারব । যেমন -



মিরর কোথায় করবেন ?

বর্তমানে অনেকগুলো ডিফেস মিরর বানানোর সাইট আছে এবং খুব শিঘ্রই আমি নিজেই একটা বানাবো । তবে নিচে কিছু সাইট এর লিংক দিলাম যেখান থেকে মিরর বানাতে পারবেন -যেমন :


দুনিয়ার সবচাইতে দামি এবং সম্মানী মিরর সাইট এটা । এতে মিরর বানালে সবচাইতে বেশী দাম পাবেন । এর আরও কিছু ডোমেইন আছে

যে কোনো একটাতে মিরর করলেই চলবে ।

এছাড়াও আন্ডারগ্রাউন্ড মিরর সাইট আছে


এর সার্ভিস অনেক ভালো ! এর মিরর সাভিৃস অনহোল্ড কম সময় থাকে । তাই সবাইকে এটাই আমি রিকমেন্ড করলাম ।

এছাড়াও আরও কিছু মিরর করার ভালো সাইট আছে । যেমন -



আপনারা চাইলেই যে কোনো টাতে মিরর রাখতে পারেন ।

কিভাবে মিরর করবেন ?

প্রথমে,

সাইটটাতে যান এরপর notify এ ক্লিক করুন । যদি একটি সাইট এর মিরর বানাতে চান তবে single আর এক এর বেশী হলে mass deface এ ক্লিক করবেন । নিচের মতন ছক আসবে




    • Notifier : এখানে আপনার নাম দিবেন যেমন Mr.GH05T




    • Domain 1 এখানে আপনার হ্যাক করা সাইট অথবা পেজের url বা address বা link দিবেন



  • এখানে যে কোনো একটা ম্যাথোড দিবেন -


  • এখানে হ্যাকিং এর কারন দিবেন -



Share on Google Plus

About Anonymous

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment