সুরক্ষিত করুন ফেইসবুক অ্যাকাউন্ট এবং চ্যালেন্জ করুন যে কোনো হ্যাকারকে ( বিস্তারিত )


ভাই আইডি টা হ্যাক হইছে এখন কি হবে ?
কিছুই হবে না বসে বসে মাথার চুল ছিড়েন কারন দাঁত থাকতে দাঁতের মর্জাদা বুঝেন নাই । ফেইসবুকের কোনো আইডি যদি হ্যাক হয় তবে বুঝতে হবে এখানে হ্যাকার এর কোনো ক্রেডিট নেই আপনিই আইডির সিকিউরিটির জন্য কোনো পদক্ষেপ নেন নাই । অবহেলা করছেন, ফলাফল? এতোদিনের আইডি এবং গুরুত্বপূর্ন  সবকিছু এখন হ্যাকারদের দখলে ।

ফেইসবুক বর্তমানে ব্যবহারকারীদের আইডির সিকিউরিটি নিশ্চিত করতে অনেক গুলো ব্যবস্থা নিয়েছে । আপনি যদি ঠিকমতে ঐ ব্যবস্থাগুলো নিতে পারেন তবে দুনিয়ার যে কোনো হ্যাকারকে ওপেন চ্যালেন্জ করতে পারবেন আইডি হ্যাক করার জন্য । যাইহোক, আজকে আপনাদের সহজে এবং দ্রুত আইডি কে সুরক্ষিত করার প্রসেস টা বলবো ...


ধাপ ১:  শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন ।

যেমন: bs@37d7###%@wshhduwe7384@#@3
ভুল করেও নিজের মোবাইল নাম্বার, ফ্রেন্ডের নাম এসব ব্যবহার করবেন না ।

পাসওয়ার্ড বদলাতে Account Settings > General > Password  এ প্রবেশ করুন 




 ধাপ ২: মোবাইল নাম্বার যুক্ত করুন এবং ভেরিফাইড করুন 

্এটা করলে অআপনি মোবাইল নাম্বার ব্যবহার করে পাসয়ার্ড রিকোভার করতে পারবেন । এছাড়াও মোবাইলে ম্যাসেজ, ফ্রেন্ড রিকোয়েস্ট এর নোটিফিকেশনও নিতে পারবেন ।

এটা সেট করতে Account Settings > Mobile এ যান Add a Phone এ ক্লিক করুন 


এরপর নিচের ছবির মত country তে বাংলাদেশ দিন আর mobile carrier এ সিম প্রোভাডার এর নাম দিন 

  
এরপর একটা ্যাসেজে একটা কের্ড নাম্বার যাবে ঐ নাম্বার প্রবেশ করান নিচের ছবির মত 

  

ধাপ ৩ : Secure browsing সিস্টেম চালু করুন ।

 এটি করতে Account Settings থেকে Security ট্যাবে  যান ।


Secure Browsing এর edit এ ক্লিক করে Browse Facebook on a secure connection এ চেক দিনের ছবির মত এরপর Save Change এ ক্লিক করুন ।




ধাপ ৪: Login Approvals সিস্টেম চালু করুন । সবচাইতে Important
 
 এটি করতে 
Account Settings > Security তে যান এরপর  Login Approvals এ ক্লিক করে  Edit এ ক্লিক করুন

 একটা POP Up বক্স আসবে তাতে require me enter to security code.....ইত্যাদি লেখা একটা চেকবক্স পাবেন ঐটাতে চেক দিন । এরপর Set Up Now তে যান ।



  এরপর ফেইসবুক থেকে একটা মেসেজ এ আপনার মোবাইলে সিকিউরিটি কোড যাবে । ঐ কোড দিয়ে Submit Code এ ক্লিক করে next এ ক্লিক করুন ।
  

এছাড়া নিচের কাজ গুলো করবেন :-

১. Remember password option টা লগিন এর সময় ব্যহার করবেন না ।
২. ব্রাজিং শেষে LOG OUT করবেন ।
৩. সাইবার ক্যাফে তে Facebook চালাবেন না ।
৪. অন্যের পিসিতে চালানো অআগে ভালো ভাবে দেখে নিবেন তা নিরাপদ কিনা এবং ব্রাজিং শেষে অবশ্যই Cookie, Cache সহ ব্রাজার এ সেভ থাকা সব ফাইল ডিলিট করে দিবেন ।
.অটোলাইক বা ই টাইপের যে কোনো App ব্যবহার করবেন না ।
৬. কোনো অ্যাপ বা সাইটে লগিন এর সময় ফেইসুক কাউন্টের ইনফো রি/রাইট করার পারমিশন চাইলে দেখে নিবেন তা নিরাপদ কিনা এবং কি কি ইনফো চাইছে ।     


একটু সতর্ক থাকলেই কিন্তু আমরা আমাদের প্রাইভেসি কে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারি ।   

অআর একটা ব্যাপার অআপনার ফেইসুক অ্যাকাউন্ট যে ইমেইল অ্যাড্রেস দিয়ে খুলেছেন সেই ইমেইল কিন্তু সুরক্ষিত রাখতে হবে । খুব শীঘ্রই এর উপরও টিউটোরিয়াল দিবো যদি আপনাদের সাড়া পাই ।


ধন্যবাদ -
Share on Google Plus

About Anonymous

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment